ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানালো জনতা পার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ। এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ বলেন, ভারতের পাকিস্তানের উপর হামলার মাধ্যমে যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে তারা জানান, দক্ষিণ এশিয়ার দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে এমন উত্তেজনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সশস্ত্র সংঘাতকে তারা ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দ্রুত যুদ্ধাবস্থা থেকে সরে আসার আহ্বান জানান।

জনতা পার্টি বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান এবং কূটনৈতিক সমাধানেই উত্তেজনা মোকাবিলা সম্ভব। দলটি ভারত ও পাকিস্তানের প্রতি সংলাপে বসা, ধৈর্য ও সংযম প্রদর্শনের পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হলে শান্তি, সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার কোনো বিকল্প নেই। জনতা পার্টি বাংলাদেশ সেই চেষ্টার পক্ষেই অটল থাকবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি