ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভারতে আক্রান্ত ৬১ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় ভারতে ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় ১১ লাখ ৪২ হাজার নমুনার মধ্যে ৭০ হাজার ৫৮৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের এই সংখ্যা সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বনিম্ন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১ লাখ ৪৫ হাজার ২৯২ জন।

আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন করোনারোগী। বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন।

গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন।

করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়; আর বৈশ্বিক মৃত্যুর তালিকায় অবস্থান তৃতীয়।

এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫২ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬ হাজার।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি