ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে বিধানসভা নির্বাচনের ৪র্থ দফা ভোট গ্রহণ চলছে

প্রকাশিত : ১৫:২৯, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:২৯, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ভারতে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ৪৯টি আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এরইমধ্যে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাশীন তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেয়া এবং ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়ার দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিরোধী দল সিপিএম ও কংগ্রেসের বেশ কয়েকটি কার্যালয়েও হামলার অভিযোগ উঠেছে। যদিও এ দফায় নিরাপত্তা দিতে মাঠে রয়েছে ৭০ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলাবাহিনী। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় তৃণমূলের আধিপত্যই বেশি। অন্যদিকে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাম-কংগ্রেস জোট ও বিজেপি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি