ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ভারতে সংক্রমণের নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৭ মে ২০২১

প্রাণঘাতী ভাইরাস করোনার ছোবলে টালমাটাল ভারত। শনাক্তে ফের বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটি প্রতিদিন গড়ছে এমন অপ্রতিকর রেকর্ড। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। সংক্রমণের তালিকাটাও লম্বা হচ্ছে প্রতিনিয়ত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ৪৩৩ জনের শরীরে, যা নতুন রেকর্ড। নতুন করে মারা গেছেন তিন হাজার ৯২০ জন।

দৈনিক আক্রান্ত হিসাবে ভারতে আজকের সংখ্যাই সর্বোচ্চ। এর আগে গত ১ মে প্রথমবারের মতো দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছিল। সবমিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। মারা গেছেন দুই লাখ ৩৪ হাজার ৭১ জন।

এর আগের দিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছিল চার লাখ ১২ হাজার ৬১৮ জনের শরীরে। সেদিন মারা গেছেন তিন হাজার ৯৮২ জন।

দেশটিতে এখন সক্রিয় করোনা রোগী প্রায় সাড়ে ৩৬ লাখ। দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি