ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

ভারতের ওপর খুশি নয় বাংলাদেশসহ দ. এশিয়ার ৩ দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ২১:৪২, ৯ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের চলমান সম্পর্ক নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। এনসিপির এই নেতা এক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছেন বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের কথা।

শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে শারদ পাওয়ার এ কথা বলেন। তিনি ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ ও বিদেশ নীতি নিয়ে কথার প্রসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের কথা টেনে আনেন। 

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান দূরত্বের লক্ষণগুলোকে মোদির উপেক্ষা করা উচিত নয় বলে মনে করেন শারদ, ‘আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অন্যদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপসহ দেশগুলোও আমাদের ওপর খুশি নয়। আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমার মনে হয় মোদি সাহেবের এই দিকটি উপেক্ষা করা উচিত নয় এবং সম্পর্ক উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত।’

জাতীয় স্বার্থে শুল্ক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চাপ কৌশল’-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করার আহ্বানও জানিয়েছেন শারদ পাওয়ার। তিনি বলেন, ‘ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ একটি চাপ কৌশল। দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের, ভারতের জনগণের, সরকারকে সমর্থন করা উচিত।’

সাবেক মন্ত্রী শারদ এখনো এটা ধরে নিতে চান না মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ, ‘আমরা আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার কর্মপদ্ধতি দেখেছি। আমার মনে হয় তার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তিনি যা মনে আসে তা আবেগঘনভাবে বলেন।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি