ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ভালো আছে তোফা ও তহুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪২, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

অস্ত্রোপচারের পর তোফা ও তহুরার শরীরে সংক্রমণ দেখা দেয়নি। স্যালাইনও প্রয়োজন হচ্ছে না। তারা স্বাভাবিকভাবেই বুকের দুধসহ অন্যান্য খাবার খাচ্ছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উল হক গণমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, তুলনামূলকভাবে তহুরার চেয়ে তোফা বেশি ভালো আছে। তহুরার ড্রেসিংয়ের জায়গা ভিজে যাচ্ছে বলে বারবার ড্রেসিং করতে হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সংক্রমণ দেখা দেয়নি।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রায় ২২ জন চিকিৎসক যুক্ত থেকে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করেন তোফা-তহুরাকে।

পিঠের একটু নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা। ১০ মাস বয়সী গাইবান্ধার এই শিশুদের এখন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।

তারা যেভাবে জোড়া লাগানো ছিল, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি