ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভাসানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে: পুড়ে গেল ৯ ভাঙারির দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৩০ জুলাই ২০২০

রাজধানীর মিরপুরের ভাসানটেক বস্তি লাগোয়া ৮-১০টি ভাঙারি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের ভাঙারি দোকানে ছড়িয়ে পড়ে। পরে পাশাপাশি থাকা অন্য দোকানেও আগুন লাগে। আগুন দেখে বস্তিবাসী ভয়ে বস্তি থেকে বেরিয়ে যান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরো ৪টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই পুড়ে ছাই হয় ৮-১০টি দোকান। 

এ বিষয়ে জানতে চাইলে ভাসানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, ‘আগুনে ৮-৯টি ভাঙারি দোকান পুড়ে গেছে। বস্তিতে আগুন ছড়ানোর আগেই নেভানো সম্ভব হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটুকু জানতে পেরেছি একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বস্তিতে আগুন নেভাতে যায়। পরে আরো চারটি ইউনিট পাঠানো হয়। রাত ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি