ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভাড়া কমলো উবার এক্সে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সড়কে প্রাইভেট কার পাওয়ার মোবাইল অ্যাপ উবারের সেবায় ঢাকার জন্য নতুন যোগ হয়েছে `প্রিমিয়ার সার্ভিস`। একই সঙ্গে পুরনো `উবার এক্স` সার্ভিসের ভাড়াও কিছুটা কমানো হয়েছে। শুক্রবার উবারের ব্লগ পোস্টে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এখন থেকে উবার প্রিমিয়ার সার্ভিসে উন্নত মডেলের প্রাইভেট কার সেবা পাওয়া যাবে। এ সেবার জন্য প্রাথমিক ভিত্তিমূল্য ৮০ টাকা, প্রতি কিলোমিটার ২২ টাকা এবং অপেক্ষার জন্য প্রতি মিনিট তিন টাকা হারে মূল্য নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানের প্রাইভেট কারের জন্য `উবার এক সার্ভিসের` মূল্য কিছুটা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে। এই সেবার জন্য এখন প্রাথমিক ভিত্তিমূল্য ৪০ টাকা, প্রতি কিলোমিটার ১৮ টাকা এবং অপেক্ষার জন্য প্রতি মিনিট ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় উবারের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, উবারে সব সময় প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে উপযুক্ত প্রোডাক্টের মাধ্যমে যাত্রীদের আরো উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। ঢাকায় উবার প্রিমিয়ার চালু করতে পেরে এবং এর মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের মতো অভিজ্ঞতা দিতে পেরে আমরা আনন্দিত।

আরকে//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি