ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ভিটামিন সি পূরণে কাজি পেয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩৪, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আমাদের দেশে কাজি পেয়ারার চাহিদা অনেক। কাজি পেয়ারার ভেতরের অংশটি দেখতে কিছুটা লাল। এই ফল খেতে খুব মিষ্টি। ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া’ বইয়ে কাজি পেয়ারার ব্যবহার তুলে ধরেছেন। তা একুশে টেলিভিশন অনলাইনে দেওয়া হলো-

কাজি পেয়ারা খেতে মিষ্টি ও সুস্বাদু। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। এছাড়া শর্করা ও ভিটামিন ‘এ’ আছে। পাকা ফল থেকে জ্যাম, জেলী, জুস উৎপন্ন করা হয়। কাজি পেয়ারার কাঠ শক্ত বিধায় বাটাল ও হাতুড়ের তৈরি হয়। জ্বালানী হিসেবেও ব্যবহার করা হয়।

পরিচিতি- চিরসবুজ ছোট বৃক্ষ বা গুল্ম। এর শাখা-প্রশাখা অনেক। এ গাছ ৪.৬ থেকে ৫.৫ মিটার উঁচু হয়। গাছে দুই বছরে ফল হয় এবং ফল আকারে এক কেজি পর্যন্ত হয়ে থাকে এবং উন্নতমানের। বাকল হলুদাভ বাদামী বর্ণের ও ভাঁজযুক্ত। পাতা সরল, বিপরীত, করতলাকার পত্রফলক বিশিষ্ট ও লম্বায় ৬ থেকে ১৫ সে.মি হয়। ফুল সবুজাভ সাদা, ২.৫ থেকে ৫ সে.মি. হয় এবং একটি পেডাস্কলে এক থেকে তিনটি ফুল হয়। ফল বেরি ও গ্লোবেজ।

 

/কেএনইউ/এসএইচ

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি