গাংনীর সড়কে ‘বোমা’ ফাটিয়ে গণডাকাতি, এলাকায় আতঙ্ক
প্রকাশিত : ১০:৪০, ২ জুলাই ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় গরু ও সবজি ব্যবসায়ীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। তারা নির্জন পোড়াপাড়া-যুগিন্দা সড়কে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। এরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নসিমন চালক শরিফুল ইসলাম বলেন, ডাকাত দলের সদস্যরা তিনটি বোমা নিক্ষেপ করলেও দুটি বিস্ফোরিত হয়েছে। তাদের কাছে থাকা নগদ টাকা পয়সা সব লুট করে নিয়েছে। কারো দিতে দেরি হলে মারধর করা হয়েছে।
খবর পেয়ে এলাকাবাসি ছুটে আসলে বোমা ফাটিয়ে ডাকাত দল চলে যায়। এ রকম ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সবজি ব্যবসায়ী ইমরান হোসেন জানান, তার কাছে ২২ হাজার টাকা ছিলো। ওই টাকা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা করাতেন। সে কথা ডাকাতদলকে বলে টাকা দিতে দেরি করায় তাকে বেদম প্রহার করা হয়েছে। টাকাও লুট করে নিয়েছে। এছাড়া ৫শ’ এক হাজার এমন টাকা, যার কাছে যা ছিল সব নিয়ে নিয়েছে ডাকাতদল।
এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে চিৎকার চেচামেচি করতে থাকে। তাদের চিৎকারে গ্রামবাসি ছুটে আসলে বোমা ফাটিয়ে ডাকাতদল চলে যায়। এ ধরনের গণডাকাতি জীবনে প্রথম দেখলাম। এখন মায়ের চিকিৎসা করাতে কষ্ট হবে বলে জানান ইমরান হোসেন।
ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেলের সামনে বোমা ফাটালো ডাকাতরা। পরে আরেকটি বোমা ছুড়লে তা আমার ভ্যনের সামনে এসে পড়ে এবং সেটি বিস্ফোরিত হয়। কোন রকমে আমি বেঁচে গেছি। তবে এখনও শরীর কাঁপছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এএইচ
আরও পড়ুন