ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ভিপি নুরের কক্ষে তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১০, ৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দুর্নীতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। সেই সঙ্গে তারা তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছে।

আজ (৪ ডিসেম্বর) বুধবার দুপুরে এ তালা ঝুলানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নুরের একটি ফোনালাপকে কেন্দ্র করে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ডাকসু ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপর নুর ডাকসুর যে কক্ষে বসেন সেখানে তালা লাগিয়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের ৮-৯ জন নেতা।

এ সময় তালা লাগিয়ে দরজায় দুটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তারা। যেখানে লেখা আছে, দুর্নীতিবাজ নুরের পদত্যাগ চাই, দুর্নীতিবাজ নুরের ঢাবিতে ঠাঁই নেই।

এ ব্যাপারে নুর বলেন, ‘আমি এখনো ডাকসুতে যাইনি। ছাত্রলীগের মদদে গঠিত একটি সংগঠন এ কাজ করেছে।’

নুর আরও বলেন, ‘আমি ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি