ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ভ্রাম্যমান আদালতের অভিযানে পাইপসহ ড্রেজার ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:২১, ৪ অক্টোবর ২০২০ | আপডেট: ২২:২৫, ৪ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি থেকে মাটি তোলার দায়ে ২ হাজার মিটার পাইপসহ একটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম. মশিউজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ও ২ হাজার মিটার পাইপ আটক করে। অভিযানের বিষয়টি  টের পেয়ে মাটি ব্যবসায়িরা পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম. মশিউজ্জামান সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। পরে তিনি ২ হাজার মিটার পাইপসহ অবৈধ ড্রেজারটি আটক করে পরে পাইপসহ ড্রেজারটি ধ্বংস করে দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম. মশিউজ্জামান বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে গেছে। তিনি বলেন, ২ হাজার মিটার পাইপসহ অবৈধ ড্রেজারটি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
কেআই//
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি