ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মধুকবির স্মৃতিতে গড়ে তোলা হয়েছে মধুপল্লী (ভিডিও)

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৩:৫৩, ১৩ মার্চ ২০২২

বাংলা ভাষায় সনেটের জনক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জমিদার বংশে তার জন্ম। মধুকবির স্মৃতিতে সেখানে গড়ে তোলা হয়েছে মধুপল্লী। 

বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি। ১৮৪৩ সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করে নামের সঙ্গে মাইকেল উপাধি নেন। পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। 

জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি, বাংলায় রচনা করেন নাটক, প্রহসন ও কাব্য। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ মহাকাব্য। 

মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাময়। ১৮৭৩ সালের ২৯ জানুয়ারি মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন মহাকবি।

কপোতাক্ষ নদকে তিনি ফ্রান্সের ভার্সাই শহরে বসে স্মরণ এবং রচনা করেছেন বাংলা সাহিত্যের নদী বিষয়ক প্রথম কবিতা ‘সতত হে নদ’। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত মধুকবির বাড়িটিতে গড়া যাদুঘরে রয়েছে পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও বেশ কিছু নির্দশন। 

মধুপল্লীর ডাকবাংলোর সামনে রয়েছে কবির আরও একটি পূর্ণাঙ্গ ভাস্কর্য।

প্রতিবছর কবির জন্মদিনে ২৫ জানুয়ারি থেকে মধুপল্লী ঘিরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি