ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মনিপুর স্কুলে অচলাবস্থার অবসান

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ১১ মার্চ ২০২৩

মনিপুর স্কুলের অবৈধ অধ্যক্ষের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে একুশে টেলিভিশনে কয়েকটি সংবাদ প্রচারের পর নতুন প্রধান শিক্ষক নিয়োগের মধ্যে দিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। এর আগে, শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেও সেটি আমলে না নিয়ে অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেন পরিচালনা কমিটির সভাপতি। এতে অচলাবস্থা তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠানটিতে। 

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদটি অবৈধভাবে দখল করেছিলেন সাবেক অধ্যাক্ষ ফরহাদ হোসেন। প্রায় তিন বছর অবৈধভাবে চেয়ার দখল করে শিক্ষার পরিবেশ নষ্ট, শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণসহ শিক্ষা প্রতিষ্ঠানটি দুনীতির আখড়ায় পরিণত করেন তিনি। 

এনিয়ে একুশে টেলিভিশন কয়েকটি প্রতিবেদন প্রচারের পর নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেয় শিক্ষা অধিদপ্তর। কিন্তু তাকে দায়িত্ব পালনে বাধা দেন সাবেক অধ্যক্ষের অনুসারীরা। 

বিবাদমান দুটি পক্ষের সমন্বয় করে নবনিযুক্ত প্রধান শিক্ষককে মেনে নিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। 

তিনি বলেন, মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষ অন্যায়ভাবে যেসব কার্যক্রম চালিয়েছেন, সেগুলোর বিচার হবে। একইসঙ্গে নতুন প্রধান শিক্ষককে সহযোগীতা করারও আহবান জানান তিনি। 

এদিকে, স্কুলের পরিবেশ ও মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষক-কর্মচারিদের বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত প্রধান শিক্ষক।  

দায়িত্ব পালনে সবার সহযোগিতাও কামনা করেন প্রধান শিক্ষক জাকির হোসেন। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি