ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মনোনয়ন ফরম কিনলেন সাঈদ খোকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। 

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য এ ফরম বিক্রি শুরু করা হয়। ২৭ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এর আগে বুধবার ডিএসসিসিতে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি