মরক্কো বনাম ইরানের ম্যাচের ‘ম্যাচ ফ্যাক্ট’
প্রকাশিত : ২৩:৩০, ১৫ জুন ২০১৮
ফুটবল পাগল পাঠকদের জন্য বিশ্বকাপ আসর উপলক্ষ্যে প্রতি ম্যাচের পর ‘ম্যাচ ফ্যাক্ট’ এর আয়োজন থাকছে ইটিভি অনলাইনে। আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মরক্কো এবং ইরান। গ্রুপ-বি এর প্রথম এই ম্যাচের ম্যাচ ফ্যাক্ট পাচ্ছেন এখানে।
ম্যাচ ফ্যাক্ট
|
মরক্কো |
বিষয় |
ইরান |
|
০ |
গোল |
১ (আত্মঘাতী) |
|
১২ |
আক্রমণ |
৮ |
|
৩ |
অন টার্গেট |
২ |
|
৪ |
আক্রমণ প্রতিরোধ |
১ |
|
৫ |
কর্ণার |
২ |
|
০ |
অফসাইড |
০ |
|
৬৪% |
বল দখল |
৩৬% |
|
৮৪% |
নির্ভূল পাসিং |
৬৫% |
|
১ |
হলুদ কার্ড |
২ |
|
০ |
লাল কার্ড |
০ |
|
২০ |
ফাউল |
১২ |
|
৪-২-৩-১ |
ফরম্যাট |
৪-১-৪-১ |
|
রেনার্ড হার্ভে |
কোচ |
কুইরেজ কার্লোস |
ম্যাচ রেফারিঃ সাকির কুনেত (তুরস্ক)
সহযোগী রেফারি ১ঃ দুরান বাহাতিন (তুরস্ক)
সহযোগী রেফারি ২ঃ অঙ্গুন তারেক (তুরস্ক)
চুতুর্থ রেফারিঃ কারাসেভ সার্জেই (রাশিয়া)
এসি










