ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মরা গাঙে জোয়ার আসে না : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন কই? এক ঈদ গেলে বলে আরেক ঈদের পর আন্দোলন। কিন্তু নির্বাচনের আগে তো আর ঈদ নাই। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির আন্দোলন কই? মরা গাঙে জোয়ার আসে? আসে না! তারা রোজার ঈদ এলে বলে কোরবানির ঈদের পর আন্দোলন, কোরবানির ঈদ এলে বলে রোজার ঈদের পর আন্দোলন। এভাবে চলতে চলতে ১০ বছরে ২০ ঈদ গেলো। কিন্তু বিএনপির আন্দোলন আর আসে না। নির্বাচনের আগে তো আর ঈদ নাই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি