ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৮, ২৪ ডিসেম্বর ২০২০

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। খোদ পৌর কর্তৃপক্ষই তৈরি করেছে এই ভাগাড়।

এতে করে এই মহাসড়ক দিয়ে চলাচলকারীরা দুর্গন্ধে অতিষ্ট হওয়ার পাশাপাশি, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ময়লার স্তুপের কারণে জমির ফসলেও ক্ষতি হচ্ছে। 

স্থানীয়রা বলছেন, ‘শীতকাল চলছে, তারপরও ময়লার দুর্গন্ধে থাকতে পারছি না। কৃষি কাজও করা যাচ্ছে না। মানুষের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে।’

এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহিদ বলেন, ‘শিগগিরই শ্রীপুর পৌরসভাকে নোটিস দেয়া হবে। তাদের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 
আর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘অচিরেই কাপাসিয়ার আদলে আমরা শ্রীপুরে ওয়েস্ট ম্যানেজমেন্টের কার্যক্রম গ্রহণ করব।’
ভিডিও দেখুন :


এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি