ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

‘মহাসড়কে ধীরগতি আছে, তবে তীব্র যানজট নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঈদুল আজহা উদযাপনকে ঘিরে রাজধানীর মহাখালীসহ ঢাকার বিভিন্ন বাস, রেল ও লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখো মানুষের ঢল। তবে ঈদযাত্রায় মহাসড়কে ধীরগতি থাকলেও তীব্র যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উত্তরাঞ্চলে যাওয়ার মহাসড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এখন মহাসড়কে যানজট হচ্ছে পশুবাহী গাড়ি ও ভারী বৃষ্টির কারণে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধীরগতির ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজও ধীরগতি আছে। তবে তীব্র যানজট নেই।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ঈদ উপলক্ষে কোনও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি