ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কারওয়ানবাজারে সড়ক দুর্ঘটনা

মা নিহত, মেয়ে আহত

প্রকাশিত : ১০:২৬, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ানবাজারে বিকল্প পরিবহনের এক বাসের ধাক্কায় জরিনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে বেবী আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের নির্মাণ সামগ্রীর ওপর তুলে দেয়। এতে বাসের সামনে থাকা মা-মেয়ে আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক সূত্রে জানা গেছে, নিহত জরিনার বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগরে থাকেন তারা। ঘটনার দিন ফকিরাপুল আত্মীয় বাসা থেকে বাসযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি