ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

কসমো স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:০৭, ২৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষক ও ছোট ছোট সোনামনিদের বাঁচানোর প্রয়াসে রক্তদান উপলক্ষে রাজধানীর বনশ্রীর কসমো স্কুল এন্ড কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অভিভাবক, শুভানুধ্যায়ীসহ দেশের যেকোনো নাগরিককে এগিয়ে আসার মানবিক উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে। 

কসমো স্কুলের আয়োজনে রক্তদান সংগ্রহে সহযোগিতায় রয়েছে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। 

গত সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩০ জনের বেশি মৃত্যুবরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ অর্ধশতাধিক মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি