ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

মেহেরীন চৌধুরী নারী সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন: আফরোজা আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে নারী সমাজের গর্ব বলে অভিহিত করেছেন বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। তিনি মেহেরীন চৌধুরীকে ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আজ শুক্রবার সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মেহেরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

আফরোজা আব্বাস বলেন, শুধু শিক্ষক নন, মেহেরীন ছিলেন আত্মার বন্ধনে আবদ্ধ এক মা। নিজের রক্তের সম্পর্ক না থাকলেও বাচ্চাদের প্রতি তার দায়িত্ববোধ প্রমাণ করেছে, তিনি কেবল একজন শিক্ষিকা নন; তিনি ছিলেন একজন মহান মানুষ। তার মতো মানুষ নারী সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন।

মেহেরীন চৌধুরীকে মালয়েশিয়া থেকে সম্মান জানানো হলেও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে তার যথাযথ সম্মান দিতে দেরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মেহেরীনের পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিরবিদায় নেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরী। তাঁর দৃঢ় উপস্থিতি ও সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে ওই স্কুলের অন্তত ২০ শিক্ষার্থী। 

যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই দুর্ঘটাস্থল থেকে বের হতে পারেননি। ৪৬ বছর বয়সী মেহরীন চৌধুরী শতভাগ দগ্ধ অবস্থায় রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি