ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মাদকবিরোধী অভিযান চলবে: ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গরিব দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে মাদকের কোনো আখড়া রাখা হবে না। পর্যায়ক্রমে মাদকের জন্য চিহ্নিত সব এলাকা ধ্বংস করে ফেলা হবে।

ডিএমপি কমিশনার বলেন, মাদক সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে, যার ফলে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ, টাকা বিনিয়োগ ও আশ্রয় না দেওয়ার জন্য রাজধানীবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঢাকা মহানগরীতে প্রতিটি মাদকের আখড়া আমরা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি এবং দেবো। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি