ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মাদকের রমরমা ব্যবসা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২০ অক্টোবর ২০১৮

আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখেও থামছে না মাদক বেচাকেনা। খোদ রাজধানীতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বিক্রি হচ্ছে ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাদক পাচারে কৌশল বদল করেছে ব্যবসায়িরা।

দর্শক, এ’বিষয়ে বিস্তারিত থাকছে রাত ১০টায় একুশের চোখ অনুষ্ঠানে।

মিরপুর এক নম্বরের ‘সি’ ব্লকে ইয়াবা সেবনের এমন আড্ডা। এর একটু দূরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চিত্র-ও একই রকম।

আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও রাজধানীতে হরহামেশা মিলছে ইয়াবা। একুশের অনুসন্ধানী টিমও এর প্রমাণ পেয়েছে।

মাদকের আড্ডায় খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর ১ নম্বরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে ফতেহ, আলম ও পাখী বেগম। তারা ফোনের মাধ্যমে মাদক সরবরাহ করে।

থানার পাশে মাদক বিক্রির বিষয়ে জানানো হয় ওসিকে। তবে, তিনি বলেন, এমন তথ্য তার কাছে নেই।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক খোরশেদ আলম বললেন, সাঁড়াশি অভিযানের পর এখন পাচারকারিরা পেটের ভেতর, এমনকি গোপনাঙ্গেও ইয়াবা বহন করে।

মাদক নিয়ন্ত্রণে অভিযান চলবে বলেও জানান এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি