মানিকগঞ্জে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রিতার অবস্থান, সংগঠনে ফিরছে শুদ্ধতা
প্রকাশিত : ২১:৫৩, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:৫৪, ৩০ এপ্রিল ২০২৫

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দৃঢ় ও আপসহীন নেতৃত্বে জেলার বিএনপিতে শুদ্ধি অভিযান চলমান রয়েছে। সংগঠনকে শৃঙ্খলা ও আদর্শিক ধারায় ফিরিয়ে আনতে তিনি চাঁদাবাজি, দায়িত্বে গাফিলতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে একের পর এক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, তিল্লি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গত ২২ এপ্রিল প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরওয়ার মিয়া ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনকেও দায়িত্বে গাফিলতি এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়।
এছাড়া গত ২৭ এপ্রিল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক হোসেনকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেন যুবদল পৌর শাখার আহ্বায়ক রাজিব হাসান খান।
সর্বশেষ ২৯ এপ্রিল মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন মোল্লাকে একই ধরনের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির জমি ও দোকান দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২০ আগস্ট বহিষ্কৃত হন। পাশাপাশি গত ৭ আগস্ট মানিকগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তোজাম্মেল হক তোজাকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।
সভাপতি আফরোজা খান রিতা বারবার কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজদের আশ্রয়স্থল হতে পারে না। যারা ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। সংগঠনকে আদর্শিক ও শৃঙ্খলিত করতে হলে অপরাধীদের দল থেকে নির্মূল করতে হবে। দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি বার্তা দিয়ে আরও বলেন, আচরণ, শৃঙ্খলা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কারও নেই।’
আফরোজা খান রিতার এ কঠোর পদক্ষেপে জেলা বিএনপিতে ইতোমধ্যেই শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি দৃঢ় বার্তা পৌঁছেছে বলে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা মনে করছেন।
এমবি//
আরও পড়ুন