ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালিক পক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার গার্মেন্ট শ্রমিকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৩৫, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে রাজধানীর ‘ট্রাস্ট ট্রাউজার্স’ পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে মিরপুর ১২ নম্বর সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

এতে দীর্ঘ ৫ ঘণ্টা পর চৌরঙ্গী মোড় বাস স্ট্যান্ডের পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সুত্র মতে,শুক্রবার সকাল ৮টার দিকে শ্রমিকগণ রাস্তায় নেমে আসে।

তাদের রাস্তায় নেমে আসার কারণ জানতে চাইলে শ্রমিকদের একজন বলেন, অন্যদিনের মতো কর্মস্থলে গিয়ে প্রতিষ্ঠানটির মেইন গেটে তালা ঝুলতে দেখে, এরপর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুমা বলেন, ঘটনার পর ওই সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, পোশাক কারখানাটিতে ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করে বলে জানা গেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি