ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

নিখোঁজ সংবাদ

মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১৯ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার স্ত্রী।

নিখোঁজ সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবীর ছেলে। বর্তমানে তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।

সিফাতের স্ত্রী তানজিলা আক্তার ওরফে আনঞ্জুমান জারা জানান,  ল্যাপটপ মেরামতের জন্য মাল্টিপ্লান মার্কেটে গিয়েছিলেন সিফাত। সেখান থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছিলেন। সন্ধ্যায় তার মুঠোফোনে কল দিয়ে মালিবাগে বলেও জানিয়েছিলেন। এরপর আর বাসায়  ফেরেননি তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখঁজি করেও তার আর সন্ধান পাওয়া যায়নি। 

হঠাৎ করে সিফাতের নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্কিত ও দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সকলের সহায়তা কামনা করেছেন।

যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান, নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। নম্বর দুটি হলো: ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি