ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মালেক উকিলের স্ত্রী সবুরা মালেকের ইন্তেকাল, বাসভবনে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের স্ত্রী সবুরা মালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সবুরা মালেক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে দুই পুত্র ও পাঁচ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো জন্য মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে তার বাসায় যান।

প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং সবুরা মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা তাদেরকে সান্ত্বনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোক বার্তায় সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: বাসস

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি