মিজানুর রহমান আজহারীর কনফারেন্স একুশে টিভিতে সরাসরি সম্প্রচার
প্রকাশিত : ১০:৪৬, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:১৪, ১৬ আগস্ট ২০২৫

রাজধানীতে শুরু হয়েছে ইসলামিক কনফারেন্স। এতে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়েছেন দেশ বরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারি। উক্ত অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই অনুষ্ঠান শুরু হয়েছে।
গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি বিশিষ্ট গণমধ্যম ব্যক্তিত্ব দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
এ আয়োজনে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার্স, উদ্যোক্তা, ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকসহ দেশের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানটি একুশে টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন