মিরপুর ডিওএইচএসে চার দিনব্যাপী বিজয় মেলা
প্রকাশিত : ১৭:৫৪, ২২ ডিসেম্বর ২০২৩
 
				
					রাজধানীর মিরপুর ডিওএইচএসে বিজয়ের মাস উপলক্ষে চার দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আজ ২২ ডিসেম্বর মেলা শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুর সাড়ে তিনটায় মেলাটি উদ্বোধন করেন মিরপুর ডিওএইচএস পরিষদের সভাপতি, মেজর জেনারেল হুমায়ূন খালেদ, পিএসসি(অব.) সাথে উপস্থিত ছিলেন উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স কমিটির সভানেত্রী, বেগম ঈশিতা সারাওয়াৎ মিম।
মেলার আয়োজক উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স কমিটি, মিরপুর ডিওএইচএস পরিষদ। মেলার সহ প্রযোজনায় রয়েছে তাজ ইভেন্টস। মেলার স্থান হচ্ছে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠ, মিরপুর ডিওএইচএস। মেলায় নারীদের ও শিশুদের জন্য নানারকম পণ্যের স্টল রয়েছে। শিশুদের জন্য কুইজ, জাদু, চিত্রাঙ্কন, গেম ও নাগরদোলা সহ নানারকম আয়োজন রয়েছে।
কেআই//
আরও পড়ুন
 
				        
				    






























































