ঢাকা, শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫

মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরে আনসার ক্যাম্প বিহারি পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত শিশুর মা নার্গিস আক্তার জানান, ‘তিনি বাসা-বাড়িতে কাজে গিয়েছিলেন। তামিম খেলাধুলা করতে বাইরে গিয়ে বিহারি পাড়া মসজিদ সংলগ্ন ময়লার স্তূপের পাশ থেকে ককটেল জাতীয় বস্তু খুঁজে পায়। সেটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তামিমের ডান হাত ও পেটে গুরুতর জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির জখম গুরুতর। তার চিকিৎসা চলছে।

শিশু তামিম স্থানীয় মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়েন। শিশুটি লক্ষ্মীপুর সদর উপজেলার রিকশাচালক আনোয়ার হোসেনের ছেলে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি