ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা-বিদ্রোহীদের আসা যাওয়া ঠেকাতে নৌ-চলাচল বন্ধ

প্রকাশিত : ০৯:৪৯, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৯, ২৬ জানুয়ারি ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা-বিদ্রোহীদের আসা যাওয়া ঠেকাতে নৌ-চলাচল বন্ধ রয়েছে। পুলিশকে অর্থ দিয়ে অস্থায়ী কিছু ভেলা সমুদ্রে নামানোর অনুমতি পাচ্ছেন রোহিঙ্গা জেলেরা। আর পাওয়া মাছের ভাগও দিতে হচ্ছে পুলিশকে। এছাড়া রাখাইনে যেসব গ্রাম এখনও সেনাবাহিনীর সংঘাতমুক্ত, সেখানের মানুষকেও নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশাল সাগরে বাঁশ দিয়ে বাঁধা তেলের গ্যালনের এ ভেলাই এখন রোহিঙ্গা জেলেদের ভরসা। দুমুঠো খাবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে সমুদ্রে নামছেন রাখাইনের রোহিঙ্গা মুসলমানরা। জাতিসংঘের মতে, অক্টোবর থেকে সেনাবাহিনীর তাণ্ডবে রাজ্যের প্রায় সাড়ে ৪শ’ গ্রামের ৬৫ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যেসব গ্রাম এখনও সংঘাতমুক্ত সেখানকার অনেককেই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গেলো তিন মাস ধরে বিদ্রোহীদের আসা-যাওয়া ঠেকাতে সাগরে যে কোনো ধরণের নৌ চলাচল বন্ধ রেখেছে মিয়ানমার সরকার। এরপরই পথে বসেছেন রোহিঙ্গা জেলেরা। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উঠে এসেছে জেলেদের এসব দুর্ভোগের চিত্র। প্রতিবেদনে বলা হয়, আপাতত এসব ভেলা নিয়ে সমুদ্রে নামার অনুমতি পেলেও অর্থ দিতে হচ্ছে পুলিশকে। নৌবাহিনীর চাপে গভীর সমুদ্রে যেতে না পেরে তীর থেকেই ফেরত আসতে হচ্ছে। আবার মাছ ধরে ভাগ দিতে হচ্ছে পুলিশকে। তবে এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যেভাবে নির্যাতন চলছে সে তুলনায় এ দুর্ভোগ খুবই সামান্য। তবুও কোনোভাবে বেঁচে থাকার আকুতি এসব মুসলমানদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি