ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪২, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

লিমফেটিক ম্যালফরমেশন রোগে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার শেষ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অপারেশনে অংশ নেন 

শনিবার সকাল ১০টার দিকে বায়োপসি শেষ হয়। অস্ত্রোপচার শেষে জ্ঞান ফিরলে তাকে কেবিনে দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

বিশেষজ্ঞ টিমে আছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক আবুল কালাম আজাদসহ এই বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

প্রসঙ্গত, সাতক্ষীরার শিশু মুক্তামণি (১১) গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষার করে দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামণি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এ রোগ জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও ক্ষেত্রে, আবার কারও ক্ষেত্রে পায় না। তবে মুক্তামনি এতদিন অবহেলা আর অপচিকিৎসার শিকার হয়েছে বলে পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়।

 

//আর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি