ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনের পথ প্রশস্ত করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম

প্রকাশিত : ১১:৫৬, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৬, ৯ ডিসেম্বর ২০১৬

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদারদের ষড়যন্ত্র ও গণহত্যা তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনের পথ প্রশস্ত করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম। বিশেষ করে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে হাউস অব কমন্সের সদস্যরা জোরালোভাবে সমর্থন করেছিল বাঙালীর স্বাধীনতার লড়াইকে। বাংলাদেশের গণহত্যার ওপর বিশ্বের ৫৪টি দেশের ১৩৭ টি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ফজলুল কাদের কাদেরী রচনা করেন প্রথম দালিলিক গ্রন্থ ’বাংলাদেশ জেনোসাইড এ্যান্ড ওয়ার্ল্ড প্রেস’। ২৫শে মার্চ ১৯৭১। ঢাকায় পাকিস্তানীদের নৃশংস গণহত্যার ভয়াবহতা আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরে তৎকালীণ ব্রিটিশ গণমাধ্যম। এর প্রভাবে প্রবাসী বাংলাদেশীদের একটি বড় অংশ ঐক্যবদ্ধ হয় যুক্তরাজ্যে। পাকিস্তান কমনওয়েলথ ভুক্ত দেশ হওয়ায় উৎকন্ঠা প্রকাশ করে যুক্তরাজ্য সরকার। গণহত্যার দায়ে পাকিস্তানকে সামরিক হস্তক্ষেপ বন্ধ করার আহবান জানায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। ব্রিটেনের ডেইলী টেলিগ্রাফ, গার্ডিয়ান, নিউ স্টেটসম্যান, টাইমস, ইকোনোমিক, সানডে টাইমস ও বিবিসি সহ অধিকাংশ গণমাধ্যম মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানী সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতনের চিত্র তুলে ধরে বিশ্ববাসীর কাছে। মুক্তিযুদ্ধ নিয়ে তৎকালীণ ৫৪টি দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সংকলন করে মুক্তিযুদ্ধের প্রথম দালিলিক গ্রন্থ সংকলণ ও সম্পাদনা করেন ফজলুল কাদের কাদেরী। পরবর্তীতে তাকে বইটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ পাঠান বঙ্গবন্ধু । ভারত ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশের গণমাধ্যম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলেও নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা স্বাধীনতার সমর্থনে গণহত্যার খবর প্রকাশ করে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি