ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

মুজিব শতবর্ষ উপলক্ষে নোঙরের বৃক্ষরোপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২১:১৮, ২৯ আগস্ট ২০২০

মুজিব শতবর্ষ উপলক্ষে তিতাস নদীর পাড়ে বৃক্ষরোপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নদী-নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর। শনিবার দুপুরে শহরের মেড্ডা শ্মশান ঘাট এলাকায় উপস্থিত থেকে বৃক্ষরোপনের উদ্বাধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নোঙর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামস সুমন, কেন্দ্রীয় কমিটি সদস্য মো. আমিনুল হক চেীধুরী। নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনাজ মুন্নী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক শিপন কর্মকার। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নাফিস আহমেদ সেলিম, কামরুজ্জামান খান টিটু, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাবলু রহমান, সোহেল খান, রেজাউল হাসান সজিব, শ্যাম আহমেদ ,মো. রাসেল আহমেদসহ নোঙরের সদস্যবৃন্দরা। 

এসময় নোঙর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামস সুমন বলেন, নোঙর সারা বাংলাদেশে একশত নদীর তীরে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী উপলক্ষে নদীর তীরে বৃহ্মরোপন মাধ্যমে  আমরা ওনাকে স্মরণ করব। শিশুদের কথা চিন্তা করে নদীমাতৃক দেশের কথা চিন্তা করে প্রতিটি জেলা নদীর তীরে আমরা বৃহ্মরোপন কর্মসূচী অব্যাহত রেখেছি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি