ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

মুসল্লিদের চদচারণায় মুখর ইজতেমার মাঠ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১২ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৪:১১, ১২ জানুয়ারি ২০২৩

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমার ১ম পর্ব। 

এরইমধ্যে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে জেলাভিত্তিক ৯১ খিত্তায় অবস্থান করছেন তারা। 

শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগত মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন ও আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছেন। 

এবারের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে। হেলিকপ্টার টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  কমিশনার।

বুধবার টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন,বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় এয়ারপোর্ট থেকে তুরাগ, সবখানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি