ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মৃত্যু নিয়ে ১০ আজব তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জন্ম নিলে মরতে হবে এটি অনিবার্য সত্য। তাই মৃত্যু নিয়ে মানুষের কৌতুহলেরও শেষ নেই। অনেকে অনেকভাবে মৃত্যুর ব্যাখ্যা দিয়েছেন।

অনেকে আবার মৃত্যু নিয়ে কাব্য, উপন্যাস এবং গল্প রচনা করেছেন।আজকে আমাদের আয়োজনে থাকছে মৃত্যু নিয়ে ১০ টি আজব তথ্য।

১) প্রতি সেকেন্ডে যতজন শিশু জন্ম নেয়, তার দ্বিগুণেরও বেশি মানুষ মারা যায়।

২) পৃথিবীতে হৃদরোগেই বেশিরভাগ মানুষ মারা যান।

৩) ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহে লেগে থাকা পোকার চরিত্র দেখে মোটামুটিভাবে বলতে পারেন মৃত্যু ঠিক কতক্ষণ বা কত দিন আগে হয়েছে।

৪) কমবয়সি পুরুষদের অধিকাংশই মারা যান দুর্ঘটনায়।

৫) অল্পবয়সি মহিলাদের অধিকাংশই মারা যান সন্তান প্রসব করতে গিয়ে।

৬) মৃত্যুর পরে নখের বৃদ্ধি ঘটে না।

৭) মৃত্যুর পরে অগ্ন্যাশয় ও পাচনতন্ত্রের অন্যান্য অংশ হজমের সহায়ক এনজাইমে পূর্ণ হয়ে যায়। এতে ওই অঙ্গগুলিই ‘হজম’ হয়ে যেতে শুরু করে। তার পরে পুরো দেহতেই এই প্রক্রিয়া ছড়িয়ে পড়ে। এর নাম ‘অটোলাইসিস’।

৮) প্রতি বছর প্রতি ১০০০ জনে ৮ জন মারা যান।

৯) প্রতি দিনই ‘খানিকটা করে মারা যাচ্ছি’ আমরা সবাই। প্রতিদিন দেহে প্রায়s ৫০ বিলিয়ন কোষের মৃত্যু হয়।

১০) মৃত্যুর চার ঘণ্টা পরে দেহের পেশিগুলিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে সংকোচন ঘটে। দেহ শক্ত হতে আরম্ভ করে। একে ‘রিগর মর্টিস’ বলে। কিন্তু ৩৬ ঘণ্টা পরে রিগর মর্টিস উধাও হতে শুরু করে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি