ঢাকা, বৃহস্পতিবার   ২৩ অক্টোবর ২০২৫

মেট্রোরেল স্টেশনে উদ্দেশ্যবিহীন প্রবেশে কাটা হবে ১০০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ২২ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ভ্রমণের উদ্দেশ্য ছাড়া কেউ মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে তার ‘র‌্যাপিড পাস’ থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এখন থেকে যাত্রা না করেই কনকোর্স এলাকায় প্রবেশ করা যাবে না। কেউ যদি র‌্যাপিড পাস স্ক্যান করে প্রবেশ করেন, তবে সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

একজন মেট্রোরেল কর্মকর্তা জানান, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি একই স্টেশন থেকে প্রবেশ করে পুনরায় একই স্টেশন দিয়েই বেরিয়ে আসেন, অর্থাৎ ট্রেনে না ওঠেন, তাহলে তার র‌্যাপিড পাস থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে।

ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ম ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এর আগে যাত্রা না করেও যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থান করার সুযোগ ছিল এবং সে ক্ষেত্রে কোনো অর্থ কাটা হতো না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি