ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মেডিটেশনের উপরেও ভ্যাট

প্রকাশিত : ১২:১৩, ১১ জুন ২০১৬ | আপডেট: ১৩:৩৮, ১১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দেশে চিকিৎসা সেবায় ধ্যান বা মেডিটেশনের গুরুত্ব দিন দিন বাড়ছে। যে কোন সমস্যায় শারীরিক বা মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে প্রচলিত চিকিৎসার পাশাপাশি আজকাল মেডিটেশনের সাহায্য নিচ্ছেন অনেকেই। এ’ অবস্থায় নতুন অর্থবছরে মেডিটেশনের উপর আরোপ করা ভ্যাট চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে অন্তরায় বলে মনে করছেন চিকিৎসকেরা। আত্মিক উন্নয়নের সীমারেখা পেরিয়ে চিকিৎসা বিজ্ঞানের অপরিহার্য উপাদান এখন ধ্যান বা মেডিটেশন। নিজের অন্তস্থিত শক্তিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক নিরাময়ের এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন বহু মানুষ। তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে জাতিসংঘের মহাসচিব, কিংবা শোবিজ তারকারাও । আধুনিক বিশ্বের সমান্তরালে এগিয়েছে বাংলাদেশও। আতœউপলব্ধির সবচেয়ে প্রাচীন প্রক্রিয়া আধুনিক প্রয়োগে যুক্ত হচ্ছেন; আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ কিংবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এঅবস্থায় ২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাব করা হয়, মেডিটেশনের উপর ভ্যাট আরোপের, যদিও পরবর্তীতে বিশেষ বিবেচনায় তা করা হয়। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আবারো প্রস্তাব করা হয় মেডিটেশনের ওপর ভ্যাট আরোপের। চিকিৎসকেরা বলছেন, মেডিটেশন কোন ভোগ্য পণ্য নয়, এটি পরিপূরক চিকিৎসা সেবা। যেহেতু চিকিৎসা সেবার উপর ভ্যাট নেই, তাই মেডিটেশনকেও ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি তাদের। আর আইনজীবিরা বলেছন, জাতীয় জীবনের মেডিটেশনের গুরুত্ব বিবেচনা করে ভ্যাট আরোপের বিষয়টি সংশোধনের সুযোগ এখনো আছে। এ অবস্থায়, আগের দু’টি অর্থবছরের মতো এবারও মেডিটেশনে ভ্যাট আরোপের বিষয়টি অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন- এমনটাই প্রত্যাশা চিকিৎসক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি