ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মেন্থল সিগারেট সম্পর্কে যা বলছে গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকারক, এ কথাটা আমরা সবাই জানি। একাধিক গবেষনায় দেখা গেছে, সিগারেট-বিড়ির ধোঁয়ায় রয়েছে প্রায় ১০০টি অত্যন্ত ক্ষতিকর রাসায়ানিক। এগুলোর মধ্যে ৭০টি ক্যানসারের জন্য সরাসরি দায়ি। অনেকের আবার পছন্দ ফ্লেভার্ড সিগারেট। যেমন, মেন্থল সিগারেট অনেকেই খান। কিন্তু জানেন কি এতে বিপদ আরও বহুগুণ বেশি?

সম্প্রতি এক মার্কিন গবেষণায় দাবি করা হয়েছে, মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও অনেকগুণ বেশি ক্ষতিকারক। অনেকে মনে করেন, মেন্থল সিগারেট খুব হালকা এবং এতে তামাকের পরিমাণ কম, বা এর তামাক সাধারণ সিগারেটের তুলনায় অধিক পরিশোধিত যা স্বাস্থ্যের জন্য তেমন একটা ক্ষতিকারক নয়। কিন্তু নতুন এই গবেষণা অন্য কথাই বলছে।

বিখ্যাত একটি মার্কিন তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার মিচ জেলার একটি সাক্ষাৎকারে জানান, মিন্ট সিগারেটে তামাকের পরিমাণ মোটেও কম থাকে না। সাধারণ সিগারেটের মতোই একই পরিমাণ তামাক থাকে এতে। এরই সঙ্গে যুক্ত করা হয় বিশেষ রাসায়নিক যা সিগারেটে মিন্ট স্বাদ এনে দেয়। ফলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর!

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি