মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত
প্রকাশিত : ১৮:৩২, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ২১:৫৯, ১০ জুলাই ২০১৭

গাজীপুরের মেয়র পদ থেকে বিএনপি নেতা এম এ মান্নানকে বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। মেয়র পদের বৈধতা চ্যালেঞ্জ করে মান্নানের রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
মান্নানের পক্ষে আদালতে শুনানি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি অমিত তালুকদার।
এর আগে ২৮ মাস সাময়িক বরখাস্ত থাকার পর আইনি লড়াইয়ে জয়ী হয়ে গত ১৮ জুন মেয়রের চেয়ারে বসেন অধ্যাপক এমএ মান্নান। এনিয়ে তৃতীয়বারের মতো বরখাস্ত হন তিনি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণের পর গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডব্লিউএন
আরও পড়ুন