ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৫ মার্চ ২০২০

বিশ্বের অন্তত ৭৫টি দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসটির আক্রমণ থেকে বাঁচতে, সংক্রমণ এড়িয়ে চলতে কী করবেন তা নিয়ে জোর প্রচার চলছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে থেকে জানা যায়, মোবাইল ফোন যদি করোনা ভাইরাসের সংস্পর্শে আসে তবে চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ফোনের মাধ্যমে। 

ডব্লিউইএফ জানিয়েছে, ২০০৩ সালে হু জানায় কাঁচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সার্স-ও এক ধরনের করোনা ভাইরাস। যে করোনা ভাইরাস এখন দাপিয়ে বেড়াচ্ছে সেটি হল সিওভিআইডি-১৯। 

এছাড়া মোবাইল ফোন ছাড়া প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনা ভাইরাস কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাই ফোন ভাল করে পরিষ্কার করতে হবে নিয়মিত। সেই সঙ্গে ভাল করে পরিষ্কার করতে হবে হাতও।

সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সংস্থাটি বলেছে করোনা ভাইরাসটি অনেকটাই সার্স ভাইরাসের কাছাকাছি। তাই ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনা ভাইরাস কত দিন বেঁচে থাকতে পারে তার একটি তুলনা টেনেছে।

সার্স ভাইরাটি মেটাল (ধাতু) উপাদানে ৫ দিন, কাঠে ৪ দিন, পেপারে ৫ দিন, প্লাটিকে ৪ দিন বেঁচে থাকতে পারে। করোনা ভাইরাসও এ রকম সময় ধরে বেঁচে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন সেই টুইট: 


ডব্লিউইএফ-এর ভিডিওতে দেখানো হয়েছে ফোনের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এড়াতে কী করা যায় সে সম্পর্কে। এবার তা জেনে নিন-

* স্যানিটারাইজার দিয়ে টিস্যুর মাধ্যমে ভালভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে মোবাইল। 

* সেই টিস্যু যত্রতত্র ফেলা যাবে না, সম্ভব হলে পুড়িয়ে ফেলতে হবে। 

* এরপর হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। 

* সাধারণত হাঁচি দেওয়ার সময় হাত নাকের সামনে ধরা হয়, তাই সাবান দিয়ে হাত না ধুয়ে ফোন ধরা যাবে না। 

* বেশি মানুষের মধ্যে ফোনের ব্যবহার কম করার বিষয়টিও তুলে ধরা হয়েছে ভিডিওতে।

করোনা ভাইরাস এড়িয়ে চলার পাঁচটি উপায়ের কথা বলেছে ইউনিসেফ। একটি ভিডিও প্রকাশ করে সেখানে দেখানো হয়েছে উপায়গুলো। সেই উপায়গুলো হলো:

১. হাঁচি, কাশির সময় টিসু পেপার ব্যবহার করতে। পরে সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। না হলে হাত মুড়ে কনুইয়ের অংশ দিয়ে মুখ ঢেকে হাঁচতে বা কাশতে হবে।

২. সাবান বা অ্যালকোহলযুক্ত হাত ধোয়ার দ্রব্য দিয়ে ভাল করে ঘসে ঘসে হাত ধুতে হবে।

৩. চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না।

৪. হাঁচি, কাশি হচ্ছে এমন লোকজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

৫. সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকিত্সকের পরামর্শ নিন।

এছাড়াও বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছে হু এবং ডব্লিউইএফ। করোনা এড়িয়ে কী ভাবে ভাল থাকা যাবে তার পরামর্শ দেওয়া হয়েছে। অফিস বা ঘরে দৈনন্দিন জীবনে কী ভাবে করোনার সংক্রমণ ঠেকাবেন তার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখান হাত মেলানোর পরিবর্তে অন্যভাবে শুভেচ্ছা বিনিময় করছেন সবাই।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি