ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মোরেলগঞ্জে অক্সিজেন ব্যাংক উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৬, ১৫ জুলাই ২০২১

‘করোনাকালীন এ সময়ে অক্সিজেন সংকট মোকাবেলায় আমরা আছি আপনার পাশে’- এই স্লোগান নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা চালু করেছে ‘বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক’। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে পৌর ভবন চত্তরে ওই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার।

এ সময় মোরেলগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র পক্ষ থেকে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মেয়র এস এম মনিরুল হক তালুকদার বলেন, করোনা আক্রান্ত মোরেলগঞ্জবাসী ফোন কলের মাধ্যমে ঘরে বসেই অক্সিজেন সিলিন্ডার পাবেন। সহায়তা পেতে ০১৩১৮৩২০২৬০, ০১৩১৮৩২০২৫০, ০১৩১৮৩২০২৪০ নম্বরে যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে মোরেলগঞ্জ পৌরসভায় অক্সিজেন ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শংকর রায়, আজিজুর রহমান মিলন, শাহীন শেখ, ইউনুছ সরদার, ওয়ালিউর রহমান সুজন ,রেদোয়ানুল করিম, মোতালেব ফকির, সাদিয়া সুলতানা, নান্না শেখ, রোকেয়া বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক কে এম শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদ ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি