ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মৎস্য সপ্তাহে শার্শায় মাছের পোনা অবমুক্তকরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ২৩ জুলাই ২০২০

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখি সমৃদ্ধি দেশ গড়ি’এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে শার্শা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শার্শার আয়োজনে মৎস্য অধিদপ্তরের ও রাজস্ব খাতের আওতায় সরকারী/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের অংশ হিসাবে শার্শা উপজেলা পরিষদের পুকুর ও শার্শা থানার পুকুরে পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান প্রমুখ। 
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি