ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

যখন নিরাপদ বোধ করব তখন বাস নামাব : এনায়েত উল্যাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, সড়কে আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা যখন নিরাপদ বোধ করব তখন গাড়ি নামাব। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চেয়ে চলমান যে আন্দোলন করছে সেই আন্দোনকেও সমর্থন করেন তারা।
আজ শুক্রবার মহাখালী বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন এটা আমাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়।

এনায়েত উল্যাহ জানান, এ পর্যন্ত চার শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সে জন্যই রাস্তায় যানবাহন নামছে না। তিনি বলেন, আমরা আইন মেনে গাড়ি চালাতে চালকদের নির্দেশ দিয়েছি। আইন অনুযায়ী দোষীদের শাস্তি আমরা মেনে নেব। নতুন আইনকে আমরা স্বাগত জানাই। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে এনায়েত উল্যাহ তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

দুর্ঘটনায় নরহত্যার জন্য বাসচালক ও তাদের সহকারীদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে যে সড়ক পরিবহন আইনের খসড়া করা হয়েছে, তার প্রতিবাদে আজ শুক্রবার সারাদেশে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশ কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিকরা।
গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়।
ওই দুর্ঘটনার পর থেকে নিরাপদ সড়কের নিশ্চয়তাসহ দুর্ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি