ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

যতোদূর রাস্তা ততোদূর নিত্যপণ্যের বাজার (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২ ডিসেম্বর ২০২২

যতোদূর রাস্তা ততোদূর নিত্যপণ্যের বাজার। সবজি থেকে শুরু করে ভ্যানের ওপর মিলছে হাঁড়ি-পাতিল পর্যন্ত। মহল্লার গলিপথ দখল করে বাজার বসায় যানজটে নাকাল রাজধানীবাসী। 

রাস্তার উপর সবই মেলে। মাছ মাংস, পাতিল-হাঁড়ি কিংবা নিত্যপ্রয়োজনীয় আর সব পণ্য। ছড়িয়ে ছিটিয়ে ভ্যানের উপর সকাল থেকে রাত অব্দি বাজার বসে বিভিন্ন ওয়ার্ডে। মহল্লার কোথাও কোথাও এটি ‘বউ বাজার’ নামেও পরিচিত।

স্থানীয়রা জানান, দুটি গাড়ি ঢুকলেই পুরো রাস্তা জুড়ে জ্যাম লেগে থাকে। কাঁঠালবাগান পুকুরের ঢাল থেকে শুরু সেন্ট্রাল হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে যে হারে ভ্যানগাড়ি বসে তাতে লোকজনের চলাচলই দায় হয়ে পড়ে। অনেক সময় রিক্সা-গাড়ির ধাক্কাও খেতে হয়। সন্ধ্যা পর এসে এদের থেকে চাঁদা নিয়ে যায় প্রভাবশালীরা।”

আশেপাশেই রয়েছে সরকার নিবন্ধিত কাঁচাবাজার। পাশেই মুদিখানা দোকান। তারপরও বাড়ির সামনে দখল করে গলি রাস্তায় বসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সম্ভার। আর এতেই সৃষ্টি হচ্ছে যানজট, গাড়ির হর্ণে ক্ষুব্ধ আশপাশের মানুষ।

গাড়ির চালকরা জানান, চাপা গলিতে এই ভ্যানের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, সাইড করা যায় না।

দোকানদাররা বলেন, “৩-৪ লাখ টাকা দিয়ে পজিশনে দোকান নিয়েছি, ১৫ হাজার টাকা ভাড়া দেই। কিন্তু রাস্তায় চলছে ভ্যানে বেচাবিক্রি। বলার জন্য কেউ নেই।”

অন্যের বাড়ির সামনে রাস্তাজুড়ে বাজার বসায় কে? তালিকায় নাম পাতিনেতা, পুলিশ ও আনসার সদস্যের।

দিনে দিনে এই হঠাৎ বাজারের বিস্তার বাড়লেও ভয়ে মুখ খোলে না বাড়ির মালিক কিংবা ভাড়াটিয়াদের কেউ। ভ্যান দোকানি সেজে চুরি ডাকাতি করলেও অসহায় বাড়ির মালিকরা। 

স্থানীয়রা জানান, আলু-পটল নিয়ে আসে কিন্তু বেশিভাগ সময় তারা এদিক-ওদিক নজরে রাখে। পরে এসে চুরি করে।

রাজধানীর মহল্লাগুলোতে রয়েছে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট বাজার। এরপরও সরু কিংবা গলির রাস্তা দখল করে প্রত্যেকটি এলাকায় বসেছে অবৈধ দোকানপাট। যে কারণে এই নগরীর লাখ লাখ মানুষ প্রতিনিয়ত হচ্ছেন যানজটের শিকার।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি