ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

যথাসময়ে নির্বাচন হবেঃ প্রধানমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৫:০৫, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কোন দল নির্বাচনে না এলেও গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কানাডায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় তিনি এ’কথা বলেন। স্বাধীনতা বিরোধী ও খুনিদের মদদদাতারা ক্ষমতায় ফিরলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রোববার কানাডার টরেন্টোতে প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন এবং এর মাধ্যমে দেশের অর্জন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের আবারও ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তার কথা প্রবাসীদের কাছে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা।

স্বাধীনতা বিরোধী চক্র আবারও ক্ষমতায় আসলে বাংলাদেশ অন্ধকার সময়ে ফিরে যাবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

কোনো দলের রাজনৈতিক ভুলের খেসারত দেশের জনগণ দিতে পারেনা উল্লেখ করে গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন হবে বলে জানান প্রধানমন্ত্রী।

দুর্নীতি আর মানুষ হত্যাকারীর কারাভোগ করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি