যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুরের দণ্ড বহাল
প্রকাশিত : ২০:১২, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০২, ১৩ জুলাই ২০১৭

চেক প্রতারণার মামলায় নিম্ন আদালতের দেওয়া যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের এক বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছে হাই কোর্ট। আরিফুরের আপিল খারিজ করে বিচারপতি রইস উদ্দিনের একক বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন এএফ হাসান আরিফ ও এসএম বকস কল্লোল। আরিফুর রহমানের পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।
মামলার নথি থেকে জানা যায়, ছয় বছর আগে বোরাক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে ১৫ কোটি টাকা নেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান। ওই টাকার বিপরীতে তিনি সমপরিমাণ টাকার চেক দেন।
কিন্তু ওই চেক ব্যাংকে দিলে পর্যাপ্ত স্থিতি না থাকায় তা ফেরত পাঠানো হয়।
ওই ঘটনায় ২০১২ সালে নিম্ন আদালতে চেক প্রতারণার মামলা করে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারি ওই মামলার রায় হয়।
রায়ে আরিফুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ১৫ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আরিফুর রহমান।
ডব্লিউএন
আরও পড়ুন