ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

যশোরের মহাসড়কে সম্প্রসারণের কাজে ২’শ বছরের পুরাতন গাছ না কেটেই সড়ক নির্মাণের দাবী

প্রকাশিত : ১০:০২, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০২, ২৬ জানুয়ারি ২০১৭

বেনাপোল-যশোর রোড ব্রিটিশ ভারতের একটি ঐতিহ্যবাহি রোড। বেনাপোল জিরো পয়েন্ট থেকে যশোরের চাঁচড়া পর্যন্ত মহাসড়কে সম্প্রসারণের কাজ জানুয়ারীতে শুরু হয়ে শেষ হবে ২০১৯ সালে। সড়কের উভয় পাশে রয়েছে প্রায় ২’শ বছরের পুরাতন অসংখ্য রেইন ট্রি। এসব গাছ না কেটেই সড়ক নির্মাণের দাবী এলাকাবাসীর। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ যখন যাত্রা পথে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত তখন এই গাছগুলোই তাদের আশ্রয় দিয়েছিল, দিয়েছিল ছায়া। যশোর রোডের এই গাছ গুলোকে ঘিরেই গড়ে উঠেছিল শরনার্থী শিবির। এসব শরনার্থীর দুঃখ দুর্দশা দেখে ব্রিটিশ কবি অ্যালান গিনেজবার্গ 'সেপ্টেম্বর অন যশোর রোড' নামে বিখ্যাত কবিতাটি লেখেন মুক্তিযুদ্ধ ছাড়াও এ গাছ গুলির রয়েছে অন্য আরেকটি ইতিহাস। গঙ্গা-¯œানে যেতে মা’র যেন কষ্ট না হয় তাই বিদেশ থেকে রেইনট্রির চারা এনে প্রায় ২শ বছর আগে রোপন করেছিলেন কালী পোদ্দার নামে এক ব্যাক্তি। সময়ের আবর্তে এই গাছগুলোই পরিনত হয়েছে মহিরুহে। মোট ৮০ কিলোমিটার সড়কের ৩৮ কিলোমিটার রয়েছে বাংলাদেশ অংশে। বাকি ৪২ কিলোমিটার ভারতে। ইতিহাস সংরক্ষণে এই গাছগুলো রক্ষা করেই রাস্তা ৪ লেনে উন্নিত করেছে ভারত। তাই মুক্তিযুদ্ধের স্বাক্ষী এসব গাছ বাঁচিয়ে রাখার দাবি এলাকাবাসীর। চলতি বছরের জানুয়ারীতেই রাস্তা ৪ লেনে উন্নিত করার কাজ শুরু হবে। সেক্ষেত্রে কাটা পড়ার সম্ভাবনা রয়েছে শতবর্ষী প্রায় সব গাছের। তবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক কাজ করার কথা জানান ইউএনও এবং উপজেলা চেয়াম্যন। ৭১ এ ঘরহীন মানুষের যেমন ঘর হয়েছিল যশোর রোডের এই গাছগুলি তেমনি অনেক মৃত রিফিউজির কবরও হয়েছিল এসব গাছের ছায়াতেই। কালের স্বাক্ষী এসব গাছ রক্ষার দাবি এলাকাবাসির।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি