ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ ছুঁই ছুঁই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২৪ মে ২০২০

প্রাণঘাতি করোনা সংক্রমণের চার মাসের ব্যবধানে সর্বোচ্চ আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে প্রাণহানি এক লাখ ছুঁই ছুঁই করছে। কার্যকরি কোন ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় প্রকট আরও বাড়িয়ে দিয়েছে। রেকর্ড সংক্রমণে আক্রান্তের তালিকা পৌনে ১৭ লাখ হতে চলেছে। 

বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৩৬ জনের। ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ৯৮ হাজার ৬৮৩ জনে ঠেকেছে। 

আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। তারপরও সেখানে বেঁচে ফিরেছেন ৪ লাখ প্রায় ৪৯  হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৭ হাজার ১৩৩ জন।

করোনার সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে নিউইয়র্ক শহর। যেখানে প্রাণহানি ২৯ হাজার ছাড়িয়েছে।  আক্রান্ত ৩ লাখ প্রায় ৭০ হাজার। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি হানা দিয়েছে ১ লাখ ৫৪ হাজারেরও বেশি মানুষের দেহে। যাতে প্রাণহানি ১১ হাজার পেরিয়েছে। 

লাখ ছাড়িয়ে ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ৮ হাজার। যেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৯০ জনের। ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যকে পেছনে ফেলে আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে আক্রান্ত সাড়ে ৯০২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৭৫৯ জনের। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি